Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিকআপ উল্টে গাজীপুরে ২ যুবক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১২:৪৩ পিএম

রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় পিকআপভ্যান উল্টে দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (২৮) ও আমির হোসেনের (২০) বাড়ি নেত্রকোনায়।

নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

সকাল ৬টার দিকে পিকআপটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে পিকআপে থাকা দুই যবুক নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতরা পিকআপের চালক ও সহকারী বলে ধারণা করছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ