Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতে জাতীয় শোক দিবস পালিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০২০, ১১:০৭ এএম

কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পতাকা অর্ধনমিতকরণ ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে গতকাল শনিবার সকালে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলর ও দুতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও তার পরিবারে শহীদ সকলে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, কাউন্সিলর, পাসপোর্ট ও ভিসা সচিব মো. জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামসহ দূতাবাসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কুয়েতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস

১৫ আগস্ট, ২০২২
১৫ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ