যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
কুয়েতের মিসিলায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে পতাকা অর্ধনমিতকরণ ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে গতকাল শনিবার সকালে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের কাউন্সিলর ও দুতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে ও দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধু ও তার পরিবারে শহীদ সকলে আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, কাউন্সিলর, পাসপোর্ট ও ভিসা সচিব মো. জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ, সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামসহ দূতাবাসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কুয়েতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।