মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরান বলেছে, আমেরিকা ইরানের বিরুদ্ধে নোংরা প্রচারণা চালিয়ে জাতিসংঘে নিজের অবমাননামূলক কূটনৈতিক পরাজয়ের গ্লানি ধামাচাপা দিতে পারবে না। মার্কিন সরকার ইরানের কথিত তেল ট্যাংকার আটকের যে ভুয়া খবর প্রচার করেছে তার প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাব পাস করতে চরমভাবে ব্যর্থ হওয়ার একই দিন মার্কিন সরকার একথা প্রচার করে যে, দেশটি ভেনিজুয়েলাগামী চারটি ইরানি তেল ট্যাংকার আটক করেছে।
এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ শনিবার এক টুইটার বার্তায় বলেন, “ক্যারিবিয়ান সাগরের জলদস্যুরা নিজেদের জন্য আদালত ও বিচারক নিয়োগ দিয়েছে। মার্কিন জলদস্যুরা যে চারটি তেল ট্যাংকার ডাকাতি করে নিয়ে গেছে তার কোনোটির মালিকানাই ইরানের নয়।”
আমেরিকা চারটি ইরানি তেল ট্যাংকার আটক করেছে বলে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল সম্প্রতি দাবি করার পর ভেনিজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি ওই দাবিকে ‘সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য’ বলে অভিহিত করেন। এ ছাড়া, প্রেসিডেন্ট হাসান রুহানিও মার্কিন গণমাধ্যমে ইরানি তেল ট্যাংকার আটকের ভুয়া খবর প্রচারকে ‘ন্যাক্কারজনক’ বলে অভিহিত করেছেন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।