মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের সময় জন্ম নেয় একটি শিশু, নাম জর্জ।গুঁড়িয়ে যাওয়া হাসপাতালে ধ্বংসস্তূপের মাঝেই জন্ম নেয়ায় তাকে বলা হচ্ছে অলৌকিক শিশু।-দ্য টাইমস, নিউজ ১৮
জর্জের বাবা মনে করেন, পৃথিবীর আলো দেখতে যাচ্ছে প্রথম সন্তান। তাই স্ত্রীকে হাসপাতালের লেবার রুমে নেয়ার মুহূর্ত ভিডিও ধারণ করছিলেন স্বামী এডমন্ড। কিন্তু মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ। সুন্দর মুহূর্তের বদলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন তারা। স্ত্রী ইমানুয়েলের ওপর আছড়ে পড়ে বিস্ফোরণে উড়ে আসা হাসপাতালের কাচ ও অন্যান্য জিনিসপত্র। রক্তাক্ত ইমানুয়েলকে কোনো রকমে নিরাপদে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা। ধ্বংস্তূপের মাঝেই জন্ম নেয় অলৌকিক শিশু জর্জ। নবজাতক জর্জের মা এখনো শিউরে ওঠেন সেই সময়ের কথা চিন্তা করে। নবজাতক জর্জের মা ইমানুয়েল বলেন, মনে হচ্ছিলো নিজ চোখে আমার মৃত্যু দেখছি। আমি ছাদের দিকে তাকিয়ে ছিলাম। ভাবছিলাম এই বুঝি আমার মাথায় ভেঙে পড়লো।
সেন্ট জর্জ হাসপাতালেই ১৭ জন নিহত হন। যার মধ্যে রয়েছে নার্স ও নবজাতক জর্জের দাদীও। একদিকে নিজের মা ও স্ত্রীকে বাঁচানোর চেষ্টা অন্যদিকে অনাগত সন্তানের জন্য হাসপাতালের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটোছুটি। মৃত্যুপুরীতে জর্জের জন্মকে অলৌকিক বলছেন তার বাবা।জর্জের বাবা এডমন্ড বলেন, জর্জ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধ্বংসস্তূপে জন্মের মধ্য দিয়ে সে অন্ধকারে আলো দেখিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।