মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে নির্বাসন থেকে দেশে ফিরেই আটক হয়েছেন জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল শাকাশভিলি। শুক্রবার সন্ধ্যায় তাকে রুস্তাভির একটি কারাগারে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। দেশটির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ আট বছর পর দেশে ফিরলেন তিনি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি জনগণকে জানাতে চাই যে জর্জিয়ার তৃতীয় সাবেক প্রেসিডেন্ট মিখাইলকে আটক করা হয়েছে’। আট বছর ইউক্রেনে নির্বাসনে ছিলেন শাকাশভিলি। দেশে ফিরে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। এর ১৮ ঘণ্টা পরই তাকে আটকের ঘোষণা দেয় সরকার। শনিবারের নির্বাচনকে জর্জিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে ফেসবুকে একটি পোস্ট দেন আটক হওয়া সাবেক প্রেসিডেন্ট শাকাশভিলি। রবিবার তিনি রাজধানী তিবলিসি’তে একটি র্যালির ডাক দেন। এতে নিজেও অংশ নেবেন বলেও প্রতিশ্রুতি দেন। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।