Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘ফিউরিওসা’ হবে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর প্রিকুয়েল : জর্জ মিলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

২০১৫’র ব্লকবাস্টার অ্যাকশন ফিল্ম ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছিল যতটা না ম্যাক্স রকাটান্সকির তার চেয়ে বেশি ফিউরিওসার গল্প। ম্যাক্স আর ফিউরিওসার ভূমিকায় যথাক্রমে অভিনয় করেছিলেন টম হার্ডি এবং শার্লিজ থেরন। আগামী একটি পর্বও হবে ফিউরিওসা চরিত্র নিয়ে। পরিচালক জর্জ মিলার এক সাক্ষাতকারে জানিয়েছেন, ‘ফিউরিওসা’ হবে ‘ম্যাড ম্যাক্স ফিউরি রোড’-এর প্রিকুয়েল। মিলার জানিয়েছেন, এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এরই মধ্যে আনিয়া টেইলর-জয়ের সঙ্গে সাক্ষাত করেছেন। মিলার নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, থেরনকে নিয়েই তিনি কাজ করতে চেয়েছিলেন, তবে শেষে তিনি তা পরিত্যাগ করেন। “দীর্ঘ সময় ধরে আমি ভেবেছি সিজির মাধ্যমে শার্লিজকে ডিএইজ করে কাজ করাব, কিন্তু আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। ‘দি আইরিশম্যান’ ফিল্মে এমন সাহসী কাজ করা হয়েছে, কিন্তু আমার মনে হয় আমাদের আরও পথ পেরোতে হবে। সমাধানের প্রক্রিয়া এখনও চলছে, বিশেষ করে জাপানী ভিডিওগেম ডিজাইনাররা কাজ করে যাচ্ছে, আমার মনে হয় আরও পথ বাকি আছে, মিলার বলেন। ইড্রিস এলবা আর টিল্ডা সুইন্টনকে নিয়ে আগামী পর্ব ‘থ্রি থাউজেন্ড ইয়ার্স অফ লংগিং’-এর পরই তিনি ‘ফিউরিওসা’র কাজ ধরবেন। পরিচালক জানিয়েছেন, ‘ফিউরি রোড’ নির্মাণের সময় থেরনকে মনে রেখেই তিনি ‘ফিউরিওসা’র চিত্রনাট্য লেখা শুরু করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ