Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

বেলুন দিয়ে 

ইনকিলাব ডেস্ক : বেলুন দিয়ে পতাকা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তান। গত বছর পাকিস্তানের হিন্দু কাউন্সিল ৬০,০০০ সাদা ও সবুজ রংয়ের বেলুন দিয়ে পতাকাটি তৈরি করেছিলো। এটি ছিলো ৪০ ফুট লম্বা ও ৬০ ফুট চওড়া। গত বছর ন্যাশনাল এসেমব্লিতে এই পতাকা টানানো হয়। এই পতাকাকে ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। বুধবার এই স্বীকৃতির সার্টিফিকেট স্পিকার আসাদ কায়সারের হাতে তুলে দেন পার্লামেন্ট সদস্য ড. রমেশ কুমার। এসময় স্পিকার দেশের প্রতি সংখ্যালগু সম্প্রদায়ের ভালোবাসা ও আনুগত্যের ভূয়ষী প্রশংসা করেন। জিভিএস।


৫০ কোটি ডলার
ইনকিলাব ডেস্ক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মালে সংযোগ প্রকল্পে ৫০০ মিলিয়ন ডলার বা ৫০ কোটি ডলার দেবে দিল্লি। এর মধ্যে ১০০ কোটি ডলার অনুদান এবং ৪০০ কোটি ডলার লাইন অব ক্রেডিট হিসেবে দেওয়া হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহীদকে এ তহবিলের কথা বলেছেন। মালের সঙ্গে তিনটি দ্বীপকে সংযোগ করতে এ অর্থ ব্যয় করা হবে। পিটিআই।


অনলাইন ফার্মেসি
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ভারতে অনলাইনভিত্তিক ফার্মেসি চালু করেছে। এর মাধ্যমে ভারতের অনলাইন মেডিকেল বাজারে প্রবেশ করলো অ্যামাজন। প্রাথমিকভাবে ব্যাঙ্গালুরবাসী এই সেবা পেলেও ধীরে ধীরে ভারতের অন্যান্য শহরেও তা চালু হবে। অনলাইনে ওষুধ বিক্রির ব্যবসা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে খুচরা বিক্রেতা হিসেবে প্রখ্যাত অ্যামাজন সুযোগটি হাতছাড়া করতে চায়নি। তাই তারা
ভারতে ওষুধের ব্যবসাও শুরু করলো। বিবিসি।


অ্যান্টিবডি টেস্ট
ইনকিলাব ডেস্ক : আফ্রিকা মহাদেশের সাতটি দেশ আগামী সপ্তাহ থেকে অ্যান্টিবডি টেস্ট শুরু করবে। এর মধ্য দিয়ে তারা জানার চেষ্টা করবে যে তাদের দেশে করোনাভাইরাস ঠিক কি পরিমাণ ছড়িয়েছে। বৃহস্পতিবার আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান জন এনকেংগাসন এমনটাই জানিয়েছেন। এনকেংগাসন বলেছেন- আফ্রিকার সাতটি দেশ অ্যান্টিবডি টেস্ট শুরু করবে। দেশগুলো হল লাইবেরিয়া, সিয়েরা লিওন, জাম্বিয়া, জিম্বাবুয়ে, ক্যামেরুন, নাইজেরিয়া ও মরেক্কো। আল-জাজিরা।


এক সপ্তাহে
ইনকিলাব ডেস্ক : গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে আরও ৯ লাখ ৬৩ হাজার মার্কিনি বেকার হয়েছেন। দেশটির শ্রম অধিদপ্তর জানায়, মার্চের পর গত সপ্তাহেই প্রথমবারের মতো ১০ লাখের কম মার্কিনি বেকার হয়েছেন। এর আগের সপ্তাহে বেকার হয়েছিলেন ১২ লাখ মার্কিনি। জুলাইয়ের শেষদিকেও দেখা গেছে ২ কোটি ৮০ লাখ মার্কিনি বেকারভাতা নিয়েছেন। প্রতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। রয়টার্স।


ব্যক্তিগত বিষয়
ইনকিলাব ডেস্ক : মাস্ক পরা নিয়ে আবারো বিবাদে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন। দেশব্যাপী সবাইকে মাস্ক পরার আহবান জানালে বাইডেনের এমন কথার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, মাস্ক কে পরবে আর পরবে না এটা মার্কিনীদের ব্যক্তিগত ব্যাপার। পছন্দের-অপছন্দের বিষয়ে আমেরিকানদের অবশ্যই পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে তিনি জো বাইডেনের এ আহবানকে প্রত্যাখ্যানও করেন। সিএনএন।


১০ দিনে ১০ হাজার
ইনকিলাব ডেস্ক : অ্যামাজনে আগুন লাগার মৌসুম শুরু হয়েছে। সরকারি বিশ্লেষণ অনুসারে, এক দশকের মাঝে সবচেয়ে ভয়াবহভাবে এবার এই মৌসুমের শুরু হয়েছে। আগস্টের প্রথম ১০ দিনের রেইনফরেস্টটিতে দেখা গেছে ১০ হাজারের বেশি অগ্নিকান্ডের ঘটনা। গত বছরের তুলনায় এই হার ১৭ শতাংশ বেশি। অ্যামাজনে গত বছরের তুলনায় এ বছর কেন্দ্রিয় সংরক্ষণের আওতায় থাকা এলাকাগুলোয় অগ্নিকান্ডের পরিমাণ ৮১ শতাংশ বেড়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ