Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী ব্যাংক ঢাকা নর্থের ডিজিটাল ব্যাংকিং সেবা উন্নয়ন সম্মেলন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০২০, ৮:৪৭ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঢাকা নর্থ জোনের ভার্চুয়াল ডিজিটাল ব্যাংকিং সেবা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোন প্রধান মিজানুর রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালেক ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোতাহার হোসেন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। এতে জোনের সকল শাখা প্রধানগন অংশ গ্রহন করেন।

মিজানুর রহমান বলেন, করোনার এ সংকটময় মূহ‚র্তে বাংলাদেশসহ গোটা বিশ্বের অর্থনীতি চ্যােেলঞ্জর মুখে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং সেবাকে আরও জোরদার করা ও গ্রাহকদের সর্ব্বোচ্চ সেবা প্রদান করার জন্য ভার্চুয়াল ব্যাংকিংয়ের কোন বিকল্প নেই। বিকল্প ব্যাংকিং যেমন- আইব্যাংকিং, সেলফিন, এমক্যাশ, এটিএম ও সিআরএম সেবা গ্রাহকদের কাছে আরও সহজে পৌঁছে দেয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ