Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতাসীন বিজেপি নেতার কীর্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

এবার পরিচারিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বসিরহাটের এক বিজেপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসিরহাটের মাটিয়া থানা চাঁদনগর গ্রামের বাসিন্দা রামপ্রসাদ সাঁপুই নামে ব্যক্তি। এলাকায় বিজেপির নেতা হিসেবে পরিচিত তিনি। তার স্ত্রীও সক্রিয় বিজেপি কর্মী। জানা যায়, রামপ্রসাদের স্ত্রী স¤প্রতি বাপের বাড়ি গিয়েছিলেন। অভিযোগ, সেই সময়ই পরিচারিকাকে কুপ্রস্তাব দেন ওই বিজেপি নেতা। কিন্তু মহিলা তাতে সায় না দিলেও এক সপ্তাহ ধরে তাঁকে ধর্ষণ করে রামপ্রসাদ। কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত। স্বাভাবিকভাবেই ভয়ে কাউকে কিছু জানাননি নির্যাতিতা। এর মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই পরিচারিকা। তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রকাশ্যে আসে গোটা ঘটনা। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে থানার লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্প‚র্ণ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্তের। পুলিশ স‚ত্রে খবর, মহিলার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্তও শুরু হচ্ছে। অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে অভিযুক্ত শাস্তি পাবেই। সংবাদ প্রতিদিন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজেপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ