Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোকোর ৫১তম জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়াপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫১তম জন্মদিন আজ। দিনটি উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, এতিমদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপিবিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, মরহুম আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ বনানী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করবেন। দুপুরে রাজধানীর বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীরা এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন। এছাড়া বাদ আছর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে দোয়া-মাহফিল। 

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো।
২৮ জানুয়ারি তার লাশ দেশে আনা হয়। সেসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুলশান চেয়ারপারসন অফিসে অবরুদ্ধ ছিলেন। সেখানেই মা বেগম খালেদা জিয়া ছেলের লাশ দেখে বিদায় জানান। ওই দিনই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ####



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ