পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভারতে সন্ত্রাসবাদীদের হাতে ধ্বংসপ্রাপ্ত বাবরি মসজিদ পুণরায় নির্মাণের জন্য জমি দান করতে আগ্রহ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন জনপ্রিয় উর্দু কবি মুনাওয়ার রানা। মোদিকে লেখা তার সেই দুই পাতার চিঠি গতকাল প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
অযোধ্যায় যেখানে ৫০০ বছরের পুরানো বাবরি মসজিদ ছিল সেখানে তৈরি হচ্ছে রাম মন্দির। গত ৫ আগস্ট তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জের ধরেই উত্তেজনা তৈরি হয়েছে মুসলিম ও হিন্দু ধর্মালম্বী মানুষের মধ্যে। সেই উত্তেজনা মেটাতে উত্তরপ্রদেশের রায় বেরেলি এলাকায় সাই নদীর পাশে উত্তারিকার সূত্রে পাওয়া সাড়ে পাঁচ একর জমি মসজিদের জন্য দান করতে চেয়েছেন কবি মুনাওয়ার রানা। তার ছেলে তাবরেজ রানার নামে রয়েছে জমিটি।
রায় বেরেলিকে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর দাবি করে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কবি বলেন, ‘কোনও অবস্থাতেই মসজিদ সরকারী জমিতে বা জোর করে দখলকৃত জমিতে মসজিদে নির্মিত হবে না।’ এছাড়া সম্পত্তি রক্ষার্থে মুসলিমদের জন্য নতুন ওয়াকফ বোর্ড তৈরির জন্যও তিনি মোদিকে অনুরোধ করেছেন। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘বাবরি মসজিদের জন্য ধানিপুর গ্রামে যে পাঁচ একর জায়গা সরকার দিয়েছে, তা শহর থেকে অনেক দূরে এক প্রত্যন্ত অঞ্চলে। হিন্দু ও মুসলমানদের মধ্যে দূরত্ব কমাতে সেখানে রামের পিতা রাজা দশরথের নামে একটি হাসপাতাল নির্মাণ করা উচিত। তাহলে, মানুষ মুসলমানদের অবদানের কথা মনে রাখবে।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ভারতের সাহিত্য একাডেমি পুরষ্কার অর্জন করেন ৬৯ বছর বয়সী উর্দু কবি মুনাওয়ার রানা। ২০১৫ সালে বিহার বিধানসভা নির্বাচনের আগে নাগরিক সমাজকর্মীদের দ্বারা শুরু হওয়া ‘অসহিষ্ণুতা’ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তিনি সেই পুরষ্কার ফিরিয়ে দেন ও আর কখনও সরকারী পুরষ্কার গ্রহণ করবেন না বলে জানান। তার বিরুদ্ধে (অন্যান্য পুরষ্কার বিজয়ীদের সাথে) সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ আনা হয়েছিল। সূত্র : টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।