Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্ঘটনায় আহত যবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০২০, ৯:১৬ পিএম

সড়ক দুর্ঘটনার আহত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী জাহিদ হাসান দু’দিন হাসপাতালে চিকিৎসার পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। জাহিদ হাসান চুয়াডাঙ্গা জেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামের ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিনের ছেলে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের ছাত্র।
গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে যশোর আসার পথে ঝিনাইদহের মহেশপুর-খালিশপুর রোডে বালুর ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। তার সঙ্গে ছিল দুই ভাই। তারাও আহত হয়। দুর্ঘটনায় জাহিদের মাথায় আঘাতসহ পায়ের লিগামেন্ট ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে যশোর সদর হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে যবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু হয়।



 

Show all comments
  • Mahmudul ৯ আগস্ট, ২০২০, ১১:২৯ পিএম says : 0
    Sad
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ