Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসের নতুন কোচ পিরলো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

মাওরিসিও সারিকে বরখাস্ত করার কয়েক ঘণ্টা পরই ক্লাবের সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জুভেন্টাস। গতপরশুই ক্লাবের ওয়েবসাইটে নতুন কোচ হিসেবে ৪১ বছর বয়সী পিরলোর নাম নিশ্চিত করে সেরি আ চ্যাম্পিয়নরা। দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

গত ৩১ জুলাই পিরলোকে অন‚র্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব দিয়েছিল জুভেন্টাস। সেই দলের হয়ে কোনো ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর আগেই সিনিয়র দলের দায়িত্ব পেলেন ইতালির বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার।

চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিক লিওঁর বিপক্ষে শুক্রবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জুভেন্টাস জিতলেও অ্যাওয়ে গোলে ছিটকে যায় তারা। পরদিনই সারিকে ছাঁটাইয়ের ঘোষণা দেয় ক্লাবটি। এরপরই এলো নতুন কোচ নিয়োগের ঘোষণা।

যুব বা সিনিয়র, কোনো পর্যায়েই কোচিংয়ের অভিজ্ঞতা না থাকা পিরলো কোচিং ক্যারিয়ারের শুরুতেই পেলেন জুভেন্টাসের মতো বড় দলের দায়িত্ব। লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি দলটিকে ইউরোপ সেরার ট্রফি জেতানোর কঠিন চ্যালেঞ্জও ৪১ বছর বয়সী সাবেক তারকা ফুটবলারের সামনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুভেন্টাস

২০ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ