Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিলান খুললো জুভেন্টাস গেরো

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : প্রায় চার বছর পর জুভেন্টাসকে হারিয়েছে এসি মিলান। সেরি আয় গত মৌসুমের চ্যাম্পিয়নদের বিপক্ষে ১-০ গোলে জিতেছে সান সিরোর দলটি। গেলপরশু রাতে মিলানের জয়ের নায়ক মানুয়েল লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি। এর আগে ২০১২ সালের নভেম্বরে শেষবার জুভেন্টাসকে হারিয়েছিল মিলান।
ম্যাচের শুরুর দিকে মিরালেম পিয়ানিচের দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে জড়ালে উল্লাসে মাতে জুভেন্টাসের খেলোয়াড়েরা। কিন্তু রেফারির অফসাইডের সিদ্ধান্তে তাদের উচ্ছ¡াস থেমে যায়।
৬৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন লোকাতেল্লি। ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ের জোড়ালো শটে সমর্থকদের উচ্ছ¡াসে ভাসান ইতালির ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে মিলান। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলান খুললো জুভেন্টাস গেরো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ