Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ তুঙ্গে

চলতি বছর ৩১৩ ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

ইসরাইলে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলন করছে দেশটির বামপন্থীরা। রাজধানী জেরুজালেমে তার বাসভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগ ও করোনা মোকাবেলায় ব্যার্থতার কারণে তার পদত্যাগের দাবি করছেন আন্দোলনকারীরা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিক্ষোভ থেকে নেতানিয়াহুর উদ্দেশ্যে বড় ব্যানারে করে লেখা হয়, ‘আপনার সময় ঘনিয়ে এসেছে’। শনিবার সেটি নেতানিয়াহুর ভবনের দিকে ধরে রাখে বিক্ষুব্ধ ইসরাইলিরা। তারা ইসরাইলের পতাকা নিয়ে সরকারবিরোধী সেøাগান দিতে থাকে। বিক্ষুব্ধদের অভিযোগ, সরকার মহামারি থামাতে ব্যর্থ হয়েছে। একইসঙ্গে, কর্মসংস্থান কমে যাচ্ছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই এ ধরণের বিক্ষোভ চলছে ইসরাইলে। দেশটির গণতন্ত্র ধ্বংসের অভিযোগও আনা হচ্ছে নেতানিয়াহুর বিরুদ্ধে। শনিবার নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এক বিবৃতিতে এই আন্দোলনকে ‹বামপন্থীদের দাঙ্গা› বলে আখ্যায়িত করেছে। একইসঙ্গে তাদের দাবি, ইসরাইলি টিভি চ্যানেলগুলোও বামপন্থীদের আন্দোলনকে উৎসাহিত করছে। রয়টার্স এ খবর জানায়। এদিকে, ২০২০ সালে ৩১৩টি ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করেছে ইসরাইল। সম্প্রতি প্যালেস্টাইন কোলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্টেন্স কমিশনের এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ভেঙে ফেলা এসব বসতি ছিল পশ্চিম তীর ও প‚র্ব জেরুজালেমে। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর। কমিশন জানিয়েছে, ইসরাইলিদের হাতে ধ্বংস হওয়া ৬৪ শতাংশ বসতিই প‚র্ব জেরুজালেম, নেবলুস ও হেবরনে। প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি কর্তৃপক্ষ ১২৯টি নোটিশ জারি করেছে এ নিয়ে। এতে ৭৩৭ জন ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে সাময়িক উচ্ছেদ করা হয়। বছরের প্রথম অংশে সেটেলার ইসরাইলিরা বেশকিছু হামলার সঙ্গেও জড়িত ছিল বলে জানিয়েছে এই প্রতিবেদন। এতে বলা হয়, ইসরাইলিদের হামলায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। একইসঙ্গে আর্থিক ক্ষতিরও শিকার হয়েছেন অনেকে। ফিলিস্তিনের বনাঞ্চল ধ্বংসের অভিযোগও আনা হয়েছে ইসরাইলি সেটেলারদের বিরুদ্ধে। রয়টার্স, মিডল ইস্ট মনিটর।

 

 



 

Show all comments
  • ফারহানা শারমিন ১০ আগস্ট, ২০২০, ৩:৫৮ এএম says : 0
    ইসরাইল নামক দেশকেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা উচিত
    Total Reply(0) Reply
  • রবিনা ১০ আগস্ট, ২০২০, ৩:৫৯ এএম says : 0
    পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষদের একজন হচ্ছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
    Total Reply(0) Reply
  • মনিরুল ইসলাম ১০ আগস্ট, ২০২০, ৪:০০ এএম says : 0
    বেঞ্জামিন নেতানিয়াহুর ধ্বংস ও পতন অবধারিত
    Total Reply(0) Reply
  • নাসির উদ্দিন ১০ আগস্ট, ২০২০, ৪:০১ এএম says : 0
    হে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ