মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দখলদার ইসরাইলের সেনাবাহিনী ভুলক্রমে নিজেদের একটি ড্রোন ভূপাতিত করেছে। শনিবার ইসরাইলি দৈনিক হারেৎস এ খবর দিয়ে লিখেছে, ইসরাইলি বাহিনী ড্রোনটিকে দেখে ভেবেছিল তা লেবানন থেকে তাদের আকাশসীমায় ঢুকেছে। ড্রোনটিকে যে তারা নিজেরাই উড়িয়েছিল তা তারা ভুলেই গিয়েছিল।
ড্রোন ভূপাতিত করার পর ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র গর্বভরে এ খবর টুইটারেও প্রচার করেছিল। কিন্তু পরবর্তীতে ইসরাইলি গণমাধ্যম বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়েছে যে, ভূপাতিত ড্রোনটি ইসরাইলের নিজের। লেবাননের কোনো ড্রোন ধ্বংসের ঘটনা ঘটেনি।
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আতঙ্কে ইসরাইলি বাহিনী এ ধরণের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগেও ইসরাইল দাবি করেছিল, লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল এবং তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। কিন্তু হিজবুল্লাহ তৎক্ষণাৎ ইসরাইলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তারা এ ধরণের কোনো চেষ্টা চালায় নি।
সম্প্রতি সিরিয়ায় ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক সেনা শহীদ হওয়ার পর থেকেই মারাত্মক আতঙ্কে রয়েছে দখলদার সেনারা।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।