মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করছে করোনা থেকে সুস্থতার হার। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ৭০ শতাংশেরও বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সবচেয়ে বড় কথা, রোগ থেকে পুনরুদ্ধারের হার জাতীয়স্তরে পুনরুদ্ধারের গড়ের থেকেও পশ্চিমবঙ্গে বেশি। তবে একথাও ঠিক যে, রাজ্যে যেসব মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন তারা তো বটেই, এমনকী যাঁরা ওই রোগের প্রকোপ কাটিয়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছেন তাঁদেরও প্রতিবেশীদের অমানবিক আচরণের মুখোমুখি হতে হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এক ব্যক্তিকে তার ৭০ বছরের করোনামুক্ত দাদীকে নিয়ে রীতিমতো নাজেহাল হতে হয়েছে। জানা গেছে, করোনার চিকিৎসার পর হাসপাতালে থেকে ওই বৃদ্ধাকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। তার ডিসচার্জ সার্টিফিকেটে হাসপাতাল কর্তৃপক্ষ লিখে দেন যে, আপাতত ওই বৃদ্ধা সুস্থ, তবে সাবধানতা অবলম্বনের জন্য তাঁকে বাড়ি যাওয়ার পরেও কিছুদিন আইসোলেশনে থাকতে হবে। বৃদ্ধাকে নিয়ে বাড়ি ফিরে আসার পরেই দেখা যায় পাড়া প্রতিবেশীরা ভয়ঙ্কর দুর্বব্যবহার শুরু করে ওই পরিবারের সঙ্গে। এমনকি বৃদ্ধাকে ফের হাসপাতালে ভর্তি করে দিয়ে আসার জন্যও জোরজুলুম করা হয়। একরকম বাধ্য হয়েই তখন বৃদ্ধার নাতি পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করেন। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।