Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট নগরীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২০, ৬:১৬ পিএম

নগরীর চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটেছে। রাফি আহমদ (১৮) নামের ওই তরুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। সে স্থানীয় হাওয়াপাড়ার আলাউদ্দিনের আহমদের পূত্র। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন শাহ আলম (২০) নামের অপর ১জন। আজ শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ৩টায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা রাফি ও শাহ আলমকে উদ্ধার করে দ্রুত নিয়ে যায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে পৌছার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন রাফিকে। এসময় স্থানীয়রা ইট বোঝাই (ঢাকা মেট্রো হ-১৪-৩৭৪৩) ট্রাকটি আটকে ফেলে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ জানান, রাফি ও শাহ আলম ফ্রিজের মেকানিক। মোটরসাইকেল যোগে তারা ফ্রিজের যন্ত্রপাতি নিয়ে রিকাবীবাজারের পথে রওয়ানা হয়েছিলেন। কিন্তু ঘাতক ট্রাক তাদের মোটরসাইকেল (সিলেট হ-১২-৮৯১৯) অতিক্রমকালে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেয়। এসময় দুমড়ে মুছড়ে যায় মোটরসাইকেলও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ