Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেবাননের পথে ২শ’ ৫০ জার্মান সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

লেবাননের রাজধানী বৈরুত বন্দরের ওয়্যার হাউসে ভয়াবহ বিস্ফোরণের পর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সে যোগ দিতে ২৫০ সেনা নিয়ে একটি জার্মান যুদ্ধ জাহাজ রওয়ানা
হয়েছে। জাহাজটি লেবাননে শান্তিরক্ষা মিশনে ৫ মাস কাজ করবে। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানির ওয়াইলথেমশাভেন বন্দর থেকে লেবাননের উদ্দেশ্যে যাত্রা করেছে। খবর আরব নিউজের। বাইরের কোন দেশ থেকে যাতে অন্ত্র না আসতে পারে- তা পর্যবেক্ষণ করবে জার্মানির ওই যুদ্ধ জাহাজ। লিবিয়ায় উত্তেজনা প্রশসন ও অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধ করতে গত মে মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন ইরিনি নামে একটি বিশেষ অভিযান শুরু করে ভ‚মধ্য সাগরে। তবে, করোনাভাইরাসের কারণে জার্মান জাহাজের সেনারা লেবাননে নামবে না।জাহাজে থেকেই তাদের কার্যক্রম চালাবে এবং ডিসম্বরের ২০ তারিখে আবার ফিরে যাবে নিজ দেশে। আরব নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ