মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নজিরবিহীন ভয়াবহ বিস্ফোরণের পর আন্তর্জাতিক সহায়তা আহ্বান করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি সাংবাদিকদের বলেছেন, আমি বন্ধু ও ভ্রাতৃপ্রতীম রাষ্ট্রগুলোর কাছে জরুরি সহায়তার আহ্বান জানাচ্ছি। আপনারা লেবাননের পাশে দাঁড়ান। আমাদের গভীর এই ক্ষত কাটিয়ে উঠতে সাহায্য করুন।
বিস্ফোরণের পর মঙ্গলবার রাতেই টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। দেশবাসীকে আশ্বস্ত করে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘রাসায়নিক পদার্থের গুদামটি ২০১৪ সাল থেকে ওখানে রয়েছে। এ বিস্ফোরণের কারণ ও এ-সংশ্লিষ্ট তথ্য সবাইকে জানানো হবে। দোষীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।’
হাসান দিয়াব আরো বলেন, ‘এ ভয়াবহ বিপর্যয়ের জন্য যারা দায়ী, তাদের এর চরম মূল্য দিতে হবে। বিস্ফোরণে শহীদ ও আহতদের কাছে এটা আমার প্রতিশ্রুতি এবং জাতীয় অঙ্গীকার।’
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার ভোররাতে জানান, বিস্ফোরণের অভিঘাতে একাধিক ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতিও হয়েছে প্রচুর।
সূত্র: আল-জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।