Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২০, ১২:৫১ পিএম

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আর এক বন্ধু আহত হয়েছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর গ্রামের আবু ফরহাদের ছেলে আবদুল্লাহ আবু সাঈদ (২২) ও একই উপজেলার হামিদুলের ছেলে শিমুল (২৫)।

কালুখালী থানার ওসি মোহাম্মদ কামরুন হাসান জানান, ট্রাকটি কুষ্টিয়ায় যাওয়ার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরও একজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।



 

Show all comments
  • তুহিন ৪ আগস্ট, ২০২০, ২:০৩ পিএম says : 0
    আবদুল্লাহ আবু সাঈফ হবে নামটা। দয়া করে কারেকশন করে নিবেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ