বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১৫ হাজার জনবল নিয়োগ দিবে বাংলাদেশ রেলওয়ে। এই ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি আসছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী রেলওয়েতে এই নিয়োগের অনুমোদন দিয়েছেন।
এই তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল পাঠানো হয়েছিল। ইতোমধ্যে তিনি এই জনবল নিয়োগের অনুমোদন দিয়েছেন।
তিনি আরো বলেন, ১৫ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এখন নিয়োগবিধি চূড়ান্ত করা হচ্ছে। সাধারণত নিয়োগবিধি তৈরি করতে চার থেকে ছয় মাসও সময় লেগে যায়। তবে আমরা ৩০ দিনের ভেতর করার চেষ্টা করছি। কিছুদিন বেশিও লাগতে পারে।
মাহবুব কবীর জানান, এই নিয়োগবিধি চূড়ান্ত হওয়ার পর গেজেট হবে। গেজেট হওয়া মাত্রই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।
রেলওয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তাঁর (প্রধানমন্ত্রীর) ঐকান্তিক আগ্রহ আর সদয় ইচ্ছায় রেল এক বিশাল কর্মীবাহিনী পাচ্ছে। এ জন্য তিনি রেলমন্ত্রী, সচিব, ডিজি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।