Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারিনার জন্য ভেঙেছিলো শহিদ-প্রিয়াঙ্কার সম্পর্ক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২০, ৫:৪৫ পিএম
বলিউডে ক্যাটফাইটের বিষয়টি নতুন নয়। বি টাউন মানেই যেমন আলো ঝলমলে, তেমনই কাদা ছোড়াছুড়ি। তারকারা সিনে পর্দায় অসাধারণ হলেও নেপথ্যে একের অপরের ঘোর প্রতিদ্বন্দ্বী। তাদের মধ্যে অন্যতম হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খান। ক্যারিয়ারের শুরু থেকেই নানা সময়ে দ্বন্দে জড়িয়েছেন তারা দু'জন। তাদের ঝামেলার শুরু হয়েছিলো 'অ্যাতরাজ' সিনেমার মাধ্যমে। এতে মূল নায়িকার চরিত্রে অভিনয় করেন কারিনা। আর খল চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা। শুটিং সেটে বেশ ভালোই বন্ধুত্ব গড়ে উঠে তাদের। তবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরেই ছন্দপতন। কেননা অভিনয় দক্ষতায় বেবোর সব লাইমলাইট কেড়ে নেন দেশি গার্ল। এদিকে কারিনার সঙ্গে সম্পর্কের পাট চুকে যায় শহিদের। এরপরই শহিদ ডেট শুরু করেন প্রিয়াঙ্কার সঙ্গে। সেসময় বিষয়টি একেবারেই সহজভাবে নিতে পারেননি বেবো। তাদের সম্পর্কের রেশ ধরে প্রিয়াঙ্কাকে বয়সের খোঁচা দিয়ে কারিনা বলেন, 'সে বয়সে বড় হয়েও কিভাবে তার (শহিদ কাপুর) সঙ্গে ডেট করেন। এমনকি প্রিয়াঙ্কাকে তিনি নায়িকা বলে মনেই করেন না।' এর কিছুদিন পরেই শহিদ-প্রিয়াঙ্কার সম্পর্ক ভেঙে যায়। এখানেই থেমে থাকেননি কারিনা। প্রিয়াঙ্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বেবো। তার কথায়, 'পুরস্কার বড় কথা নয়। অভিনয় দিয়ে মানুষের মন জয় করাটায় আসল।' ছেড়ে দেওয়ার পাত্রী নন পিগি চপসও৷ কারিনার কটাক্ষের জবাবে তিনি বলেন, 'যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি তার কাছে আঙ্গুর ফল টকই থাকে।' তবে সময়ের সঙ্গে দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। স্বপ্ন পূরণে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা। অন্যদিকে সাইফের সংসার সামলানো শুরু করেন কারিনা। প্রতিযোগিতার জায়গাটা না থাকায় শেষ হয় দেশি গার্ল ও বেবোর ক্যাটফাইটও।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রিয়াঙ্কা

২২ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ