প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই বাংলার দর্শক তাকে প্রথম চেনে ‘ফেরদৌসের বিপরীতে ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের জন্য। আর সেটিই ছিল তার অভিনয়ে ভিষেক। প্রিয়াঙ্কা ত্রিবেদী এরপর ‘যুদ্ধ’, ‘হ্যালো, মেমসাহেব’, ‘সঙ্গী’, ‘সাথী’ এবং আরও অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। আট বছর পর তিনি আবার বাংলা চলচ্চিত্রে ফিরছেন। সাগ্নিক চ্যাটার্জির অভিষেক চলচ্চিত্র ‘মাস্টার অংশুমান’-এ তিনি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন। সত্যজিৎ রায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হবে। “বিয়ের পর আমি বাঙ্গালোরে থাকা শুরু করি আর তামিল ও কন্নড় ফিল্মে অভিনয় করতাম। সাগ্নিক দা আমাকে এই ফিল।মের অফার দিলে আমি তাৎক্ষণিকভাবে সায় দিই। এর চিত্রনাট্য খুব আকর্ষণীয়। সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীতে তার স্মরণে এই ফিল্মটি নির্মাণ করা হবে। এছাড়া সাগ্নিক দা ‘ফেলুদা : ফিফটি ইয়ার্স অফ রে’জ ডিটেকটিভ’ নামে একটি প্রামাণ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। ২০১৯ সালে ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে এটি পরিচালনা বিভাগে সেরা নন-ফিকশন চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। তাই আমি অনুভব করি তার সঙ্গে কাজ করার এক অসাধারণ অভিজ্ঞতা হবে এই ফিল্মটি,” প্রিয়াঙ্কা বলেন। চলচ্চিত্রটিতে নিজের চরিত্র সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, “আমি মাধবী সেন নামে এক অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করছি যে অনেক বছর পর বড় পর্দায় ফেরে। আমি চরিত্রটির সঙ্গে রিলেট করতে পারব সহজেই।” এর মধ্যেই তিনি কোলকাতা এসে লুক টেস্ট দিয়েছেন। ‘মাস্টার অংশুমান’-এ আরও অভিনয় করছেন দ্যুতি মৈত্র, সৌম্য মুখার্জি, সুপ্রিয় দত্ত, রজতাভ দত্ত, কানোয়ালজিত সিং প্রমুখ। সত্যজিতের গল্পে ‘মাস্টার অংশুমান’ অংশুমান নামে এক কিশোরের গল্প যে একটি শর্ট ফিল্মে অভিনয়ের জন্য জীবনে প্রথমবারের মত ঘর ছেড়ে আজমির আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।