মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ও বিশ্বের সব থেকে উঁচু বিল্ডিং হিসাবে পরিচিত বুর্জ খালিফার শুক্রবার স্থানীয় সময় সন্ধায় ফুটে উঠল ইদের শুভেচ্ছা। দূর থেকে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়। পরে যা বুর্জ খালিফার ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে সেটি পোস্ট করা হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
গোটা বিশ্ব জুড়ে ইদ উদযাপিত হচ্ছে। বাংলাদেশে আজ শনিবার ইদ পালিত হলেও এক দিন আগে গতকাল শুক্রবার আরব দেশগুলিতে ইদ পালিত হয়েছে। আর সেই উৎসবে নিজের স্টাইলেই যোগ দিল বুর্জ খালিফাও। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে বুর্জ খালিফার গায়ে অজস্র এলইডিতে ফুটে উঠল ‘ইদ মুবারক’। ইংরেজি ও আরবিতে পর্যায়ক্রমে সেই শুভেচ্ছা ছড়িয়ে পড়তে থাকে বুর্জ খালিফার গোটা ভবনে। বুর্জ খালিফার গায়ে এই ইদ মুবারক বার্তা গত বৃহস্পতিবার থেকে জ্বলে উঠতে শুরু করেছে। এটি থাকবে রোববার পর্যন্ত। মুসলিম বিশ্বে সাধারণত তিন দিন ধরে চলে ইদ উদযাপন। ইতিমধ্যেই এই ভিডিও অসংখ্যবার শেয়ার করা হয়েছে।
বিভিন্ন সময়, একাধিক ইস্যুতে বুর্জ খালিফার গায়ে এমন বার্তা ফুটে উঠতে দেখা গিয়েছে, কখনও তা কোনও দেশের স্বাধীনতা দিবস হোক বা কখনও তা মঙ্গল-অভিযানে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রেই হোক। এবার ইদের শুভেচ্ছা জানাতে বুর্জ খালিফার গায়ের আলো ঝলমলিয়ে উঠল। সূত্র: গালফ নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।