এডিট করা যাবে পাঠানো মেসেজ! অতি প্রয়োজনীয় ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
অ্যাপেল কিংবা টেলিগ্রামের মতো অ্যাপগুলিতে মেসেজ পাঠিয়ে দেয়ার পরও তাতে কোনও ভুল থাকলে এডিট করা
চীনের হুয়াওয়ে এখন বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ে সামাসাং ও এ্যাপেলকে টপকে প্রথমবারের মত বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয়েছে। -আরটি
হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে কোম্পানিটির স্মার্ট ফোন বিক্রি বেড়ে যাওয়ায় এটি সম্ভব হয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্যবসা কমলেও অভ্যন্তরীণ বাজারে বিক্রি বেড়েছে হুয়াওয়ের।
হুয়াওয়ের বিক্রি ৫ শতাংশ কমলেও দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি বিক্রি করেছে ৫৫.৮ মিলিয়ন মোবাইল ফোন সেট, দ্বিতীয় স্থানে সামসাং বিক্রি করেছে ৫৩.৭ মিলিয়ন এবং দক্ষিণ কোরিয়ার এ কোম্পানিটির বিক্রি কমেছে ৩০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে একই সময়ে স্মার্টফোন বিক্রি কমেছে মোট ২৭ শতাংশ। ৭০ শতাংশ স্মার্টফোন হুয়াওয়ে বিক্রি করেছে চীনের অভ্যন্তরীণ বাজারে। গত বছরে ইউরোপে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি হয়েছিল মোট বিক্রির ২২ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে ১৬ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চ বলছে হুয়াওয়ে ইউরোপে সামসাং ও এ্যাপেলের
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।