মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর-১ মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র পাঠিয়েছে।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশন নূর উপগ্রহকে গত এপ্রিল মাসে মহাকাশে পাঠিয়েছিল। সেই উপগ্রহ এখন কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি আল-উদেইদের পূর্ণাঙ্গ এবং অত্যন্ত উজ্জ্বল ও প্রাণবন্ত চিত্র পাঠিয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থা গতকাল (বুধবার) এ তথ্য জানিয়েছে।
নূর উপগ্রহের মাধ্যমে পাঠানো চিত্রে পুরো বিমানঘাঁটির অবস্থান পরিষ্কার বোঝা যাচ্ছে। আমেরিকার ১৩ হাজার সেনা মোতায়েন রয়েছে উদেইদ ঘাঁটিতে।
আইআরজিসি জানিয়েছে, মহানবী (স)-১৪ নামের এ মহড়া পরিচালনার সময় নূর উপগ্রহ থেকে মার্কিন বিমানঘাঁটির পূর্ণাঙ্গ চিত্র গ্রহণ করা হয়। আইআরজিসি’র এ মহড়া ইরানের সামরিক উপগ্রহ থেকে নজরদারিতে রাখা হয়েছিল।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।