Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরাস্তিতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০২০, ৪:৪১ পিএম

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে । বুধবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চালকসহ সিএনজির যাত্রী।

নিহতরা হলেন, সিএনজি অটোরিকশার চালক শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মনির হোসেন(৩০), যাত্রী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের গুনধর চক্রবর্তী (৭০), নোয়াখালীর চর আমানুল্লা গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)। এছাড়া দুর্ঘটনায় আরো ৩জন আহত হয়েছেন ।এর মধ্যে গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত যাত্রীরা মঙ্গলবার মেহের উত্তর ইউনিয়নের ঠাকুরবাড়িতে আসে তাদের আত্মীয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। বুধবার মুদাফফরগঞ্জ হয়ে তারা নোয়াখালী যাচ্ছিল। তাদের বহনকারী সিএনজি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে মুদাফফরগঞ্জ যাচ্ছিল । অপরদিকে বাসটি ঢাকা থেকে চাঁদপুর আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ