Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়া রাজধানী জাকার্তায় ৬৪ মসজিদে ঈদ জামায়াত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১০:৩৮ এএম

করোনার কারণে বিশ্বে দেশে দেশে স্বাভাবিক জীবন যাপক করতে পারছে না মানুষ। এখন কোটি কোটি মানুষ গরবন্দি। আর সামনে ঈদ। তাই এবার বিভিন্ন সরকার সকর্ততার সাথে ঈদের জামায়াত আয়োজনের ব্যবস্থা করছে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ঈদুল ফিতরের নামাজ সেভাবে ঈদগাহে পড়া হয়নি। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজধানী জাকার্তায় অন্তত ৬৪টি মসজিদে ঈদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

জাকার্তার মেয়র হারইয়াদি সুয়ুটি এ তথ্য নিশ্চিত করে বলেছেন, অন্তত ৬৪টি মসজিদে ঈদের নামাজ আদায় করা যাবে। শহরের ডিপোনেগোরো মসজিদেও ঈদের নামাজ আদায় করা যাবে। তবে সেক্ষেত্রে স্বল্প সংখ্যক মুসল্লী বিধি মেনে উপস্থিত হতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ