Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে দারোয়ানের চাকরি হারিয়ে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস মহামারিতে দারোয়ানের চাকরি হারিয়ে মনসুর শেখ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল সকাল ৯টার দিকে রাজধানীর মিরপুর দুই নম্বর সেকশনের এইচ বøকের ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত মনসুর শেখ সিরাজগঞ্জ সদর উজেলার মৃত কলিম উদ্দিন শেখের ছেলে। এক মেয়ে ও স্ত্রী নিয়ে মিরপুরের ওই বাসায় ভাড়া থাকতেন। নিজের এলাকার একটি বাড়িতে দারোয়ানের চাকরি করতেন তিনি।
মিরপুর মডেল থানার এসআই মো. জামিউর ইসলাম বলেন, মিরপুরে টিনসেড বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি। কিছুদিন আগে তার দারোয়ানের চাকরিটা চলে যায়। তাই বেকার ছিলেন। অভাব অনটনে ভুগছিলেন। যে কারণে গতকাল সকালে সবার অগোচরে বাঁশের আড়ার সঙ্গে গামছা প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে স্বজনরা দেখতে পেয়ে থানায় খবর দিলে লাশ উদ্ধার করা হয়। গতকাল বিকেলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ