Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিনে বন্যায় আরও ৭ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ২:১০ পিএম

করোনাভাইরাসের মহামারির মধ্যে দেশের উত্তর-পচিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে একদিনে ৭ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে তিনজন, মানিকগঞ্জে একজন এবং নওগাঁয় দু’জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে সাপের কামড়ে মারা গেছেন একজন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশের ২১ জেলায় গত ৩০শে জুন থেকে ২৫শে জুলাই পর্যন্ত ১১৯ জনের মৃত্যু হয়। পানিতে ডুবে মারা গেছেন ৯৬ জন, সাপের কামড়ে ১৩ জন, বজ্রপাতে ৮ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়। এছাড়া বন্যার কারণে ডায়রিয়া, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

গত ২৪ ঘণ্টায় এ সব জেলায় ডায়রিয়াতে ৪১২ জন, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ১৩২ জন, চর্মরোগে ২৭০ জন, চোখের প্রদাহে ৩০ জন ও অন্যান্য আঘাতজনিত কারণে ৫১ জনসহ ১ হাজার ২১৮ জন আক্রান্ত হন। বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ