Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ধারাবাহিক সহিংসতায় সুদানের দারফুরে ৬০ জনের বেশি মানুষ নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ২:০২ পিএম

কয়েকদিনের ধারাবাহিক সহিংস ঘটনায় অসংখ্য মানুষ নিহত ও ঘরবাড়ী পুড়িয়ে দেয়া হয়েছে। একদিনে গত রোববার সুদানের পশ্চিম দারফুর অঞ্চলে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় ৬০ জনের বেশি লোক নিহত এবং আরো ৬০ জন আহত হয়েছেন। রোববার জাতিসঙ্ঘ কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

জাতিসঙ্ঘের মানবিক সমন্বয় বিষয়ক দফতরের (ওসিএইচএ) এক বিবৃতিতে বলা হয়, শনিবার বিকেলে দারফুরে উত্তর বিদার মস্তারি শহরে প্রায় পাঁচ শ’ সশস্ত্র মানুষ হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা স্থানীয় মসালিত কমিউনিনিটর লোকজনকে
লক্ষ্য করে এ হামলা চালায় এবং তাদের ঘরবাড়ি লুট করে আগুন ধরিয়ে
দেয়। তারা স্থানীয় একটি বাজারের একটা অংশও পুড়িয়ে দেয়।

ওসিএইচএ’র খার্তুম দফতরের ওই বিবৃতিতে আরো বলা হয়, ‘দেশটিতে এটি
ছিল সর্বশেষ ধারাবাহিক সহিংস ঘটনা। গত সপ্তাহেও দেশটির অনেক গ্রাম ও
বাজারে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় হামলাকারীরা
অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে।’

মস্তারি শহরে শনিবারের হামলার পর প্রায় পাঁচ শ’ স্থানীয় বাসিন্দা নিরাপত্তা
ব্যবস্থা আরো জোরদারের দাবিতে বিক্ষোভ করে।

মসালিত কমিউনিটির সদস্যরা জানায়, এমন নিষ্ঠুর হত্যাযজ্ঞের বিরুদ্ধে কঠোর
পদক্ষেপ না নেয়া পর্যন্ত তারা লাশগুলো দাফন করবে না।

রোববার সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লা হামদক বলেন, সরকার নাগরিকদের
রক্ষায় সঙ্ঘাতপূর্ণ এ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠাবে।

বন্দুকধারীদের হাতে শিশুসহ কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিক নিহত
হওয়ার দু’দিন পর তিনি এমন ঘোষণা দিলেন। বিগত কয়েক বছরের মধ্যে
এই প্রথমবারের মতো তারা তাদের কৃষি খামারে ফিরে যাওয়া প্রেক্ষাপটে
সর্বশেষ এসব সহিংস ঘটনা ঘটলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুদান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ