Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০২০, ১২:০২ এএম

বিধিনিষেধ আরোপ

ইনকিলাব ডেস্ক : ভিয়েতনামে তিন মাসে প্রথম স্থানীয় কোভিড রোগী শনাক্ত হয়েছিল শনিবার। পরের দিন আরও একজনের করোনা পজিটিভ হওয়ায় ফের বিধিনিষেধ আরোপ করলো মহামারি নিয়ন্ত্রণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা দেশটি। ভিয়েতনামের কেন্দ্রীয় শহর ডা নাংয়ে এই বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। জনসমাগম হয় এমন স্থানে ৩০ জনের বেশি লোকের সমবেত হওয়া যাবে না এবং সব ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় ইভেন্ট নিষিদ্ধ। থিম পার্ক, বিউটি সেলুন, বার ও ক্লাব বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। রয়টার্স।


রেকর্ড মৃত্যু
ইনকিলাব ডেস্ক : কোভিড রোগে ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির কারণে দেশটিতে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ প্রাণহানি। রাজ্য প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। ভিক্টোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ এবং অস্ট্রেলিয়ায় ১৫৫ জন। নতুন করে এদিন আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন, টানা ২১ দিন ধরে শনাক্তের সংখ্যা তিন অঙ্কের ঘরে। রাজ্যে ২২৮ জন হাসপাতালে ভর্তি আছেন। ৪২ জন আইসিইউতে। অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ১৪ হাজার চারশর বেশি। সংক্রমণ রোধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অ্যান্ড্রুস। এবিসি।


সুদানে নিহত ২০
ইনকিলাব ডেস্ক : সুদানের দক্ষিণ দারফুরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন। শনিবার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতারা এ তথ্য জানিয়েছেন। নিমর নামে স্থানীয় এক নেতা জানিয়েছেন, ঘোড়া ও উটের ওপর সওয়ার হয়ে হামলাকারীরা এসেছিল। রাজ্যের রাজধানী নায়ালা থেকে ৫৬ মাইল দূরে উম দোস গ্রামে হামলাকারীরা এসে গুলি ছুঁড়তে শুরু করে। সম্প্রতি উত্তর দারফুরে মিলিশিয়ারা সহিংসতা শুরু করলে ১৩ জুলাই সেখানে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরই এই হামলার ঘটনা ঘটলো। রয়টার্স।


সেই নার্স
ইনকিলাব ডেস্ক : রাশিয়া যখন করোনাভাইরাসে বিপর্যস্ত, তখন করোনা ইউনিটের এক নার্স কেবল অন্তর্বাসের উপর স্বচ্ছ পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) পরে রোগীদের সেবা দিতে গিয়ে ভাইরাল হন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। সেই রাশিয়ান
নার্স নাদিয়া ঝুকোভা এখন সংবাদ উপস্থাপিকার চাকরি নিলেন। এখন থেকে তিনি সন্ধ্যায় ক্লাউড নাইন চ্যানেলে আবহাওয়ার সংবাদ পাঠ করবেন। গত মে মাসে তুলা রাজ্যে অন্তর্বাসের উপর স্বচ্ছ পিপিই পরার ঘটনার পর থেকে নাদিয়ার কাছে একের পর এক চাকরির প্রস্তাব আসতে থাকে। নিউইয়র্ক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ