Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে বেতন বাড়ছে ৯ লাখ শিক্ষক, চিকিৎসক ও পুলিশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২০, ১:১১ পিএম

ব্রিটেনে ৯ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে।এদের মধ্যে রয়েছেন শিক্ষক, চিকিৎসক ও পুলিশ। থেকে যাওয়া বাজেটের অর্থ দিয়ে এই বাড়তি বেতন দেওয়া হবে। ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনক গতকাল বলেছেন, কোভিড মহামারির সময়ে তারা যে কাজ করেছেন, সেটার কোনো তুলনা হয় না।-বিবিসি ও গার্ডিয়ান

করোনা ভাইরাসের কারণে ন্যাশনাল হেলথ সার্ভিসের প্রায় ৩০০ কর্মী মারা গেছেন। শিক্ষক ও চিকিৎসকদের বেতন বাড়বে বেশি। এরপর পুলিশ কর্মীদের যারা সামাজিক দূরত্ব থেকে শুরু করে লকডাউন কার্যকরে সহায়ক ভূমিকা রেখেছেন।

গত চার মাসের মধ্যে এই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে মুখোমুখি সাক্ষাতে বৈঠক করেছেন। তবে ডাউনিং স্ট্রিটের পরিবর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসনের এই বৈঠক আয়োজন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ