Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস সুনামগঞ্জের খাদে: নিখোঁজ ২০ যাত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০২০, ১২:৫৪ পিএম | আপডেট : ১:৩৭ পিএম, ২১ জুলাই, ২০২০

সুনামগঞ্জ সদরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও গ্রামে সুনামগঞ্জ-সিলেট সড়কে এঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় বিরতিহীন এই বাসটি সিলেট থেকে সুনামগঞ্জের অভিমুখে রওয়ানা দেয়। কিন্তু সুনামগঞ্জ শহরে প্রবেশের আগেই খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি।
স্থানীয়রা জানান, বাস থেকে ৫ জন যাত্রী পাড়ে উঠতে পারলেও এখন পর্যন্ত ১৫ থেকে ২০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদেরকে স্থানীয়দের সহায়তায় উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ নিহত হয়েছেন কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন নাহার রুমা বলেন, ঘটনাস্থলে গেছেন তিনি। কয়েকজন উঠতে পারলেও নিখোঁজ রয়েছেন অনেক যাত্রী। খাদ থেকে পাড়ে উঠা ৫ জনের মধ্যে ৩ জনকে পাঠানো হয়েছে হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ