পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হত্যার হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। একদল যুবক তার বাসায় গিয়ে তাকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি। গত শনিবার রাতে চকবাজার থানায় হাজির হয়ে তিনি এ জিডি করেন। তার আগে সাত-আটটি মোটর সাইকেলে ২০-২২ জন সন্ত্রাসী নগরীর মেহেদিবাগে তার বাসায় যায়। সন্ত্রাসীরা তাকে গালিগালাজ এবং চট্টগ্রাম মেডিকেলে গিয়ে খুন করবে বলে চিৎকার করতে থাকে।
কিছুদিন আগে সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনির লাশ ফেলার হুমকির অভিযোগে ফয়সাল ইকবালের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় জিডি করা হয়। এরপর চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে ১১ চিকিৎসকের বিরুদ্ধে ছাত্রলীগের মামলা নিয়ে বিরোধের মধ্যেই তাকে প্রাণনাশের হুমকি দেয়া হলো।
এ প্রসঙ্গে ফয়সাল ইকবাল বলেন, করোনায় চিকিৎসকরা যখন মানুষকে বাঁচাতে যুদ্ধ করছেন, তখন একটি রাজনৈতিক মহল চিকিৎসকদের প্রতিপক্ষ বানিয়ে মাঠে নেমেছে। আমার বিরুদ্ধে প্রথমে কুৎসা রটিয়েছে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিবেশ অশান্ত করার চেষ্টা করেছে। সর্বশেষ তারা আমাকে হত্যার হুমকি দিয়েছে। তাই আমি আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।