মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত একজন ইরানি ব্যবসায়ীর বিরুদ্ধে ইরানবিরোধী নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিয়েছে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটানের ওই আদালত স্থানীয় সময় শুক্রবার আমেরিকায় বসবাসরত ইরানি ব্যবসায়ী আলী সাদর হাশেমিনেজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে দেয়।
মার্কিন সরকারের পক্ষ থেকে হাশেমিনেজাদের বিরুদ্ধে ইরানের ওপর আরোপিত একতরফা মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেহরানের সঙ্গে পণ্য আদান-প্রদানের অভিযোগ এনেছিল।সেইসঙ্গে ওয়াশিংটন দাবি করেছিল, এই ইরানি ব্যবসায়ী মানি লন্ডারিং-এর মাধ্যমে আমেরিকা থেকে ১১ কোটি ৫০ লাখ ডলার ভেনিজুয়েলায় পাচার করেছেন।
কিন্তু আদালত এসব অভিযোগের কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ না পেয়ে হাশেমিনেজাদকে বেকসুর খালাস দিয়েছে। ইরানি এই ব্যবসায়ীর আইনজীবীরা জানিয়েছেন, আদালত বলেছে, হাশেমিনেজাদের বিরুদ্ধে আনীত অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।