মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নারাজ ট্রাম্প
ইনকিলাব ডেস্ক : করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রের জনগণকে মুখে মাস্ক পরার নির্দেশ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, জাতীয়ভাবে মাস্ক বাধ্যতামূলক করার পক্ষপাতী নন তিনি। জনগণকে জোর করে হলেও মাস্ক পরানোর পদক্ষেপ নিতে মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচির আহবানের পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা এ দুই দিক থেকেই শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি।
রেড এলার্ট
ইনকিলাব ডেস্ক : চীনের মধ্য ও প‚র্বাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টিপাতে কয়েকদশকের মধ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উহান শহরসহ আরও কয়েকটি স্থানে ‘রেড এলার্ট’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃষ্টিতে নদী, হৃদের পানি উপচে যাওয়ায় উহান শহরে এবং আনহুই, জিয়াংশি ও ঝেঝিয়াং প্রদেশে শুক্রবার সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করা হয়। উহানে বন্যার তোড়ে পিপিই-সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে ব্যাহত হচ্ছে করোনাভাইরাস মোকাবেলা কর্মসূচি। গতবছর এই উহানেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল। রয়টার্স।
দুর্বল ব্যবস্থাপনা
ইনকিলাব ডেস্ক : অন্যান্য অনেক দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের দুর্বল ব্যবস্থাপনার বিষয়টি এখন স্পষ্ট বলে মনে করেন ফেইসবুক সিইও মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘‘আমাদের সরকার এবং প্রশাসন রোগের বিস্তার রোধে যে ব্যবস্থা নিয়েছে তা তেমন কার্যকর হয়নি। ব্যক্তিগতভাব আমার মনে হয় বিষয়টিকে আরো গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন। নতুন এই রোগটি নিয়ে আমাদের জানার পরিধি বাড়ছে এবং বিজ্ঞানের দিকনির্দেশনা মেনেই এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা গ্রহণ করা উচিত। রয়টার্স।
দ্বিগুণ বৃদ্ধি
ইনকিলাব ডেস্ক : করোনা মহামারিকালে এশিয়ায় নৌদস্যুতা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এমন দস্যুতা বৃদ্ধি পেয়েছে ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, দক্ষিণ চীন সাগরে। নতুন এক রিপোর্টে বলা হয়েছে, এ বছর প্রথম ছয় মাসে এ অঞ্চলে নৌদস্যুতার ঘটনা ঘটেছে ৫০টি। আগের বছর এ সময়ে এ সংখ্যা ছিল ২৫। সিঙ্গাপুর স্ট্রেইট বিশ্বের বাণিজ্যিক জাহাজ চলাচলের ব্যস্ততম রুটগুলোর অন্যতম। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সেখানে ১৬টি এমন নৌদস্যুতা ঘটেছে। অর্ধবার্ষিক এই রিপোর্ট প্রকাশ করেছে রিজিওনাল কোঅপারেশন এগ্রিমেন্ট অন কম্ব্যাটিং পাইরেসি এন্ড আর্মড রবারি এগেইনস্ট শিপস ইন এশিয়া (রিক্যাপ)। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।