Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্ক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে বৈঠক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১১:০৮ এএম

বিভিন্ন বিষয় নিয়ে তুরস্ক, মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহামারি বিপর্যস্ত বিশ্বে করোনাভাইরাস পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেছে তুরস্কসহ আরো চারটি দেশ। শুক্রবার তুরস্ক ও চারটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাইরাস পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে। তুরস্ক ছাড়াও বৈঠকে থাকা অন্য চারটি দেশ হলো- মেক্সিকো, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। এই পাঁচটি দেশ একত্রে মিকটা (MIKTA) নামে পরিচিত। ভিডিও কনফারেন্স বৈঠকে তারা করোনভাইরাসকে আরো শক্তভাবে মোকাবেলার উপায় নিয়ে ও এর পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

একটি টুইট বার্তায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন,‘শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিকটা (MIKTA) পররাষ্ট্রমন্ত্রীদের ১৭তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট চ্যালেঞ্জ কীভাবে আরো ভালো ভাবে মোকাবেলা করা যায় ও স্বাভাবিক সময়ে ফিরতে কি করনীয় সে সম্পর্কে মতবিনিময় হয়েছে। মেক্সিকোর মার্সেলো ইবারার্ড, ইন্দোনেশিয়ার রেটনো এল পি মার্সুদি, দক্ষিণ কোরিয়ার কং কিউং-ওহা ও অস্ট্রেলিয়ার মারিসা পেইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন।’

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই রোগটি বিশ্বব্যাপী এক কোটি ৩৯ লাখ ৮২ হাজারের বেশি মানুষকে সংক্রামিত করেছে। তবে ইতোমধ্যে ৮৩ লাখের বেশি মানুষ এই রোগ থেকে সুস্থ্য হয়েছেন বলে জানিয়েছে এই সংক্রান্ত তথ্য ও জরিপ ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স। সূত্র : ইয়েনি সাফাক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৈঠক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ