Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০২০, ১২:০১ এএম

৩ সেনা আহত
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশে ড্রোন হামলায় রাশিয়ার অন্তত তিন সেনা আহত হয়েছে। লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আন-নূর জানিয়েছে, রাশিয়ার একটি সেনা পোস্টের ওপর ড্রোন থেকে হামলা চালালে ওই তিন সেনা আহত হয়। কুর্দি আসাইয়েশ সিকিউরিটি ফোর্স জানিয়েছে, প্রথম হামলায় রাশিয়ার এক সেনা আহত হয়েছে। কুর্দি আসাইয়েশ হামলার জন্য তুরস্ককে দায়ী করেছে। পার্সটুডে।


মৃত্যু বেড়ে ৪০
ইনকিলাব ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলের লেক ভ্যান হ্রদে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। প্রায় তিন সপ্তাহের তল্লাশি অভিযান শেষে বৃহস্পতিবার স্থানীয় সরকারের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু বলেছেন, গত ২৭ জুন লেক ভ্যানে ডুবে যাওয়া নৌকায় অন্তত ৫৫ থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই নৌকাডুবির ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আনাদোলু।

 

তদন্ত চায় তিব্বত
ইনকিলাব ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎস নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি করেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত। ভারতের রাজধানী দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে তিব্বতের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় এ নিয়ে একটি স্মারকলিপিও দেয়া হয়েছে । জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা চীনের সরকারের আমন্ত্রণে করোনার উৎস তদন্তে বর্তমানে দেশটিতে অবস্থান করছে। এএনআই।


তদন্তে এফবিআই
ইনকিলাব ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা,জো বাইডেন,বিল গেটসসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিশিষ্টজনের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই-এর আশঙ্কা, টুইটার সিস্টেমে যে পরিস্থিতি তাতে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে। এর জের ধরে জনসাধারনণকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। রয়টার্স।


এক টাকার ডাক্তার
ইনকিলাব ডেস্ক : দীর্ঘ ৫৭ বছর রোগী দেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি চিকিৎসা করতে গিয়ে কয়েক দশক ধরে রোগী পিছু এক টাকা ফি নিয়ে আসছেন। বৃহস্পতিবার তাকে লংগেস্ট অ্যাওয়ারনেস রিবন পুরস্কার দেওয়া হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ বোলপুরের বাড়িতে এসে সুশোভনের হাতে এই পুরস্কার তুলে দেন। কয়েক মাস আগে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এবিপি।


চোরাচালান, বিএসএফ
সদস্যসহ আটক ৪
ইনকিলাব ডেস্ক : মাদক এবং অস্ত্র চোরাচালান গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। ভারতের পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিএসএফের কনস্টেবল সুমিত কুমার ছাড়াও সিমারজিত সিং আলিয়াস সিম্মা, মানপ্রিত সিং এবং আমানপ্রিত সিং নামের তিনজনকে আটক করা হয়েছে। জানা গেছে, তাদের বিরুদ্ধে পাঞ্জাবের কর্তারপুর থানায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। পাঞ্জাব পুলিশের কর্মকর্তা দিনকর গুপ্ত বলেন, একটি হত্যা মামলায় আমানপ্রিত সিংকে গত ১১ জুলাই আটক করা হয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ