Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রেসিডেন্টের সমালোচনা করায় বরখাস্ত হলেন আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০২০, ১২:৪৪ পিএম

আর্মেনিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ নিয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সমালোচনায় করায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলমার মামেদইয়ারভকে বরখাস্ত করা হয়েছে। গত ১২ জুলাই থেকে প্রতিবেশী আর্মেনিয়ার সঙ্গে সীমান্তে আজারবাইজানের সামরিক বাহিনীর সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে প্রেসিডেন্ট আলিয়েভ আলোচনা শুরুর পর তার সমালোচনা করেন ইলমার মোহাম্মদ ইয়ারব। তিনি বলেছিলেন, ‘এই আলোচনা অর্থহীন’।
এরইমধ্যে আজারবাইজানের শিক্ষামন্ত্রী যেইহুন বাইরামভকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
ইলমার মোহাম্মদ ইয়ারবকে বরখাস্ত করার আগে আলিয়েভ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কি করছেন? গত ১২ জুলাই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আমরা সবাই কাজ করে যাচ্ছি, অথচ তাকে খুঁজে পাচ্ছি না।’
ইলহাম আলিয়েভ আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমাদের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা সফল হয়নি। অনেক ক্ষেত্রেই অর্থহীন কাজ, অর্থহীন আলোচনা হয়েছে।’
গত কয়েক দিন ধরে সীমান্তে আর্মেনিয়ার সঙ্গে যে সংঘর্ষ চলছে, তাতে আজারবাইজানের অন্তত ৭ সেনা এবং আর্মেনিয়ার ৪ সেনা নিহত হয়েছেন। এছাড়া আজারবাইজানের একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
কারাবাখ পার্বত্যাঞ্চল নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই প্রতিবেশী দেশের মধ্যে ১৯৯০ সালের দিকে যুদ্ধ হয়েছিল। কারাবাখ অঞ্চল আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তবে জাতিগত আর্মেনীয়রা ১৯৮০ সালের দিক থেকে অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। ১৯৯৪ সালে অস্ত্রবিরতি স্বাক্ষরের আগ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়। এরপর থেকে আজারবাইজানের ভেতরের এই অঞ্চল আর্মেনিয়ার সেনা ও অর্থনৈতিক সমর্থনে পরিচালিত হয়ে আসছে। তবে নিয়মিতই এখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সূত্র : পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজারবাইজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ