মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাকালে ধূমপান বর্জন করেছেন বিশ্বের ১০ লাখ মানুষ।ব্রিটেনের অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য জানানো হয়। -দ্য গার্ডিয়ান, বিবিসি
তবে আমেরিকান টোব্যাকো ফোরামের তথ্যানুয়ায়ী এ সংখ্যা আর বেশি। শুধু ব্রিটেনেই ধুমপান ছেড়েছেন প্রায় ৩ লাখ। গবেষণায় বলা হয়, গত ৪ মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের ৪১ শতাংশই কোভিড ভাইরাসের কারণে এটি ছেড়েছেন বলে জানান। বিবিসি জানায় , ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে , ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি এর আগে কখনোই এতো মানুষ ধূমপান ছাড়েননি ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে ধুমপান বর্জনের। বিভিন্ন দেশের ভাইরালজিস্টরা বারবার বলেছেন কোভিডের জন্য ভীষণ ক্ষতিকর ধুমপান। সেজন্যই ধুমপান বর্জন বেড়েছে বলে মনে করেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেফারট্রস্যান । গবেষণা বলছে , আরো ৫ লাখ ৫০ হাজার মানুষ এরই মধ্যে ধূমপান ছেড়ে দেয়ার চেষ্টা করেছেন। অবশ্য তাদের মধ্যে কতোজন সফল হয়েছেন তা জানা না গেলেও ২৪ লাখ ধূমপায়ী ধূমপান কমিয়ে দিয়েছেন এটা মোটামুটি নিশ্চিত করে বলা যেতে পারে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।