বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে এসএসসি পাশ এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে রাজিব সিকদার (২৩) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ দণ্ডাদেশ দেন। রাজিব সিকদার উপজেলার
গজারিয়া গ্রামের মৃত হাতেম আলী সিকদারের ছেলে।
জানা যায়, পাশ্ববর্তী মুচারিয়া পাথার গ্রামের এসএসসি পাশ এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল বখাটে রাজিব
সিকদার। এ নিয়ে স্থানীয়ভাবে প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ গত ১৩ জুলাই সোমবার বিকেলে বখাটে রাজিব ওই ছাত্রীকে
বিয়ের প্রস্তাব দিলে মেয়েটির পরিবার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। পরে মঙ্গলবার ওই বখাটেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, উত্ত্যক্তের দায় স্বীকার করায় রাজিব সিকদার নামের এক বখাটে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।