Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুরে দুই ইভটিজারের অর্থদণ্ড

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ৫:২৭ পিএম

ইভটিজিং এর দায়ে দুই বখাটেকে মোবাইল কোর্টে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের হাজী মহসিন রোড থেকে মডেল থানা পুলিশের এসআই আওলাদ জাকারিয়া ও ওয়ালিদ নামের দুই ইভটিজারকে আটক করে।

পরে চাঁদপুর মডেল থানায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেন সদর উজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব। তিনি জানান, অভিযুক্ত দুই ইভটিজার জাকারিয়া ও ওয়ালিদকে এক হাজার করে দু’জনকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ইভটিজিং করার অপরাধে দু’যুবককে আটক করা হয়। পরে থানায় মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করে। এছাড়া তাদেরকে সতর্কতা প্রদান করে মুচলেখা রেখে অভিভাবকদের কাছে তুলে দেওয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইভটিজারের অর্থদণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ