Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহরে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৮:৪৩ পিএম

পাবনার চাটমোহরে পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের ইভটিজিং করার যুবকের ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। পাবনার চাটমোহরে চলতি জে.এস.সি পরীক্ষার কেন্দ্রের সামনে ছাত্রীদের ইভটিজিং করার দায়ে এক যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ নভেম্বর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের রমজান আলীর ছেলে ইনামুল হক রণি(১৮)কে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের গেট এলাকা হতে দুপুর ১টার দিকে তাকে ইভটিজিং করার অভিযোগে দায়িত্বরত পুলিশ তাকে গ্রেফতার করে। পরে উক্ত ইনামুল হক রণিকে চাটমোহর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলামের আদালতে হাজির করা হলে তিনি স্বাক্ষ্য প্রমাণ শেষে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম জানান, বখাটে ইনামুল প্রতিদিনই কলেজ গেটে ও রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ