পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে করোনায় গত দুই দিনে কেউ মারা যাননি। সুস্থতার হারও বাড়ছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১৬৫ জন। এ নিয়ে মোট সুস্থ ছয় হাজার ৯৫৭ জন। মোট আক্রান্ত ১১ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৫৯ শতাংশ। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল পর্যন্ত বাসায় থেকে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫৪৪ জন। আর হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হয়েছেন আরো এক হাজার ৪১৩ জন।
তিনি বলেন, সংক্রমণের হার কমছে। সুস্থতার হার বাড়ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে সংক্রমণ আরো কমে যাবে। সর্বশেষ ছয়টি ল্যাবে ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে ১৬৭ জনের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তের হার ১৯ শতাংশ।
নগরীর ১০ নং উত্তর কাট্রলী ওয়ার্ডে লকডাউন শেষে গত সাত দিনে আরো ৩৫জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে দুই জনের। লকডাউন শুরু থেকে এ পর্যন্ত ওই ওয়ার্ডে ২৮ দিনে তিনশ জনের নমুনা টেস্ট করে ২৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে ১৪ জন সুস্থ হয়ে গেছেন। বাকিরা বাসায় আছেন। গত ২৮দিনে কেউ মারা যাননি। আড়াই শতাধিক রোগী শনাক্ত এবং চার জনের মৃত্যুর পর ওই ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করা হয়েছিলো।
এদিকে বেশির ভাগ রোগী বাসায় চিকিৎসা নেওয়ায় হাসপাতালে শয্যা এবং আইসিইউ খালি পড়ে আছে। গতকাল সরকারি বেসরকারি হাসপাতালে করোনা শয্যা খালি ছিলো ৪৯৬টি আর আইসিইউ বেড খালি ছিলো ৩২টি। করোনা চিকিৎসায় গড়ে তোলা আইসোলেশন সেন্টারগুলোও এখন প্রায় শূন্য।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।