Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায়ই প্রাণ গেল তরুণের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস (কোভিড-১৯) একটি গুজব, এমন কোনো ভাইরাস যদি থেকেও থাকে তবে সেটা তরুণদের কাবু করতে পারবে না।’ এমন ধারণা থেকে তারা ক’জন বন্ধু মিলে আয়োজন করেছিলেন ‘কোভিড-১৯ পার্টি’। আর সেই পার্টিতে যোগ দিয়ে ৩০ বছর বয়সী এক তরুণ আক্রান্ত হয়েছেন, শেষ পর্যন্ত প্রাণই দিয়েছেন ভাইরাসটির কাছে হেরে। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান আন্তোনিও শহরে ঘটেছে এ ঘটনা। শহরের মেথডিস্ট হসপিটালের চিফ মেডিকেল অফিসার জেইন অ্যাপ্লেবির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। দেশটির তরুণদের একাংশ মনে করেন, এ ভাইরাস তেমন কিছুই না। তাছাড়া এতে তরুণদের কিছু হবে না। জেইন অ্যাপ্লেবি বলেন, ওই তরুণ মনে করেছিলেন এই ভাইরাস গুজব। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোভিড-১৯


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ