Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২০, ১২:০২ এএম

মেয়েদের জন্য 

ইনকিলাব ডেস্ক : একটা পাসপোর্ট হাতে পেতে কত না কাঠখড় পোহাতে হয়। জমা দিতে হয় ভূরি ভূরি কাগজপত্র। দিতে হয় অফিসে অফিসে ধরনা। তারপরও এভাবে কয়েক মাস চলে গেলেও মেলে না পাসপোর্ট। তবে ভারতের একটি রাজ্যে পাসপোর্ট পেতে হলে শুধু একটা শর্ত পূরণ করতে হবে- আর তা হলো গ্র্যাজুয়েশন সম্পন্ন করা। তবে এখানে একটা কথা আছে-ছেলেরা কিন্তু পাবে না এই পাসপোর্ট। শুধু মেয়েদের জন্য এই সুযোগ করে দিয়েছে ওই রাজ্য। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হরিয়ানায় মেয়েরা গ্র্যাজুয়েশন করলেই তারা পেয়ে যাবেন পাসপোর্ট। এনডিটিভি।


দুদার জয়
ইনকিলাব ডেস্ক : পোল্যান্ডের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জয় পেতে যাচ্ছেন বলে বুথ ফেরত জরিপের ফলাফলে জানা যাচ্ছে। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, দেশটির ক্ষমতাসীন কনজারভেটিভ সরকারের মিত্র আন্দ্রেজ ৫০ দশমিক ৪ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন। এবারের নির্বাচনে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ারশ শহরের মেয়র সোশ্যালিস্ট লিবারেল রাফাল ট্রেসকোওস্কি। এবারের নির্বাচনকে দেশটির ভবিষ্যত নেতৃত্ব এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দুর্বল সম্পর্কের লড়াই হিসেবে দেখা হচ্ছিল। বিবিসি।

 

টেস্ট বাধ্যতামূলক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের যাত্রীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতাম‚লক করেছে কাতার এয়ারওয়েজ। ভ্রমণের জন্য ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে তাদেরকে অবশ্যই করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট উপস্থাপন করতে হবে। সোমবার থেকে নতুন এ পদক্ষেপ কার্যকর বলে জানিয়েছেন কাতার এয়ারওয়েজের মুখপাত্র। প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। ব্লু মবার্গ


প্রতিবাদী ভোট
ইনকিলাব ডেস্ক : হংকংয়ে চীনের নতুন কঠোর নিরাপত্তা আইনের বিরুদ্ধে প্রতীকী ‘প্রতিবাদী ভোট’ দিয়েছে ৬ লাখেরও বেশি মানুষ। হংকংয়ের গণতন্ত্রপন্থি শিবির রোববার তাদের প্রাথমিক নির্বাচনে এই বিপুল সংখ্যক মানুষের অংশ নেওয়ার কথা জানিয়েছে। এর মধ্য দিয়ে আগামী সেপ্টেম্বরে হংকংয়ের আইন পরিষদ নির্বাচনে শক্তিশালী প্রার্থীদের বাছাই করে নেবে গণতন্ত্রপন্থিরা। হংকংয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এর আগে হুঁশিয়ার করে বলেছিলেন, এভাবে ভোট অনুষ্ঠান করলে তা নিরাপত্তা আইনের লঙ্ঘন হবে। রয়টার্স।


মদ নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : নতুন করে মদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ আফ্রিকা। করোনা ভাইরাস মহামারি মোকাবেলার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হলো। এছাড়া আরোপ করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিজেই মদ নিষিদ্ধের ঘোষণা দেন। ঘোষণায় তিনি বলেন, এ বছর দ্বিতীয় বারের মতো মদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো। এটি আমাদের জাতীয় স্বাস্থ্যসেবা সিস্টেমের ওপর থেকে চাপ কমাবে। বিবিসি।


মেয়েদের খতনা
ইনকিলাব ডেস্ক : ৩০ বছরের বেশি সময় পর নিজ দেশের ইসলামী শাসনব্যবস্থায় ব্যাপক সংস্কার আনার উদ্যোগ নিল উত্তর আফ্রিকার দেশ সুদান। এই সংস্কারের অংশ হিসেবে অমুসলিমদের মদ্যপানের অনুমতি এবং স্বধর্ম ত্যাগের আইন ও অপরাধের শাস্তি হিসেবে জনসম্মুখে বেত্রাঘাতের সাজা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একই সঙ্গে মেয়েদের খতনা করানোর প্রথাও নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে সন্তানদের সঙ্গে নারীদের ভ্রমণের সময় কোনো পুরুষ স্বজনের অনুমতির দরকার হবে না বলেও জানানো হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ