Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

প্রাইভেটকারে করে ভারতীয় মদ পাচারের সময় আটক ৩

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২০, ৫:২৩ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ভারতীয় মদবাহী প্রাইভেটকারসহ বিপ্লব পালমা (৩৬), সুহৃত পালমা (২৬) ও রতন বিশ্বাস (৩৮) নামে তিনজকে আটক করেছে থানা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ৭০ বোতল ভারতীয় মদ। আটককৃতরা সবাই গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বাসিন্দা।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে অভিযান পরিচালনা উপজেলার উত্তর আকনপাড়া তিন রাস্তার মোড় এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে সেটি তল্লাশি করে পুলিশ। এসময় ভেতরে ৭০ বোতল ভারতীয় মদ পাওয়ায় প্রাইভেটকারসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে মামলা দায়ের করে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মদ

২৯ এপ্রিল, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ