মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মদের আসরে সামান্য কথা কাটাকাটি। তার জেরে পিটিয়ে হত্যা করা হয় প্রতিবেশীকে। মৃতের নাম পশুরাম লোহার। ঘটনাটি ঘিরে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তবে এরই মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বেশ কিছু দিন আগে শান্তিনিকেতন থানা এলাকার বাগানপাড়া গ্রামে মদের আসরে ছোটখাটো ঝামেলা হয়। সেখান থেকে ঝগড়া, হাতাহাতি। অভিযোগ রয়েছে ঝগড়ার সময়ে পশুরাম লোহারকে লাঠি দিয়ে পেটানো হয়। এরপর গুরুতর আহত অবস্থায় পশুরামকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে বোলপুর থেকে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেও তার অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। চিকিৎসকরা কিছু শারীরিক পরীক্ষা করে কলকাতায় নিয়ে যাওয়ার কথা বলেন। পরে পশুরামের বাড়ির সদস্যরা তাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সেদিন বেদম মারের জেরেই প্রাণ হারাতে হলো পশুরামকে। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।